কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী যুব কল্যাণ সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমিতে শপথ গ্রহন করেন কমিটির সদস্যরা। মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী এল. কৃষ্ণমূর্তি। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট শ্যাম কান্ত সিংহ, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ,মণিপুরী যুব কল্যাণ সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কৃষ্ণ কুমার সিংহ, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রনজিৎ সিংহ, মণিপুরী মহারাসলীলী সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চ্যাটার্জী। অনুষ্ঠানে ২১টি পদে নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। পরে নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যরা অতিথিদের ক্রেস্ট প্রদান করেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মণিপুরী যুব কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি প্রদীপ কুমার সিংহ। সভা সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক শান্তুমনি সিংহ।