কমলগঞ্জে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৯
ছবি- ধলাইর ডাক

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা-বাগান এলাকা থেকে অভিযান চালিয়ে অমিন মুন্ডা (৩০) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছেন কমলগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত অমিন মুন্ডা দেওড়াছড়া চা-বাগান চা শ্রমিক অনিল মুন্ডার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৮আগষ্ট) সকাল ৬ টায় দেওড়াছড়া চা বাগান থেকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হামিদুর রহমান ও এএসআই আয়েছ মাহমুদসহ পুলিশের একটি টিম ওয়ারেন্টভুক্ত অমিন মুন্ডাকে গ্রেফতার করেন।