কমলগঞ্জ সংবাদদাতা: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন শিক্ষার্থী। এ উপজেলায় ৩৫২২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উপজেলায় গড় পাসের হার ৮২.৭৯ ভাগ। এর মধ্যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৮২টি জিপিএ-৫ লাভ করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ৮২টি, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ৭ টি, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ১৯ টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৩১ টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০টি, পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ৬টি,পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১১টি, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে ২টি, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২ টি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে ২টি, ভাণ্ডারী গাঁও উচ্চ বিদ্যালয়ে ৫টি ও দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ৩টি জিপিএ-৫ পেয়েছে।এছাড়াও বিচারপতি এসকে সিনহা উচ্চ বিদ্যালয়ে চারজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভিন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, আরো ভালো ফলাফল আশাছিল। এই ফলাফল মোটামোটি সন্তোষজনক এবং শমশেরনগর বিএএফ শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের কমলগঞ্জ উপজেলার প্রতিষ্ঠান গুলোর ফলাফল সিট এখনো পাইনি, আগামীকাল পাওয়া যাবে। তবে মাদ্রাসার শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের ফলাফল পেয়ে গেছে।