কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস-২০২৩ উপলক্ষ্যে পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ পতিপাদ্য নিয়ে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন লাউয়াছড়া সহব্যবস্থাপনা কমিটির সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, পর্যটন পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, মাগুরছড়া পুঞ্জির মন্ত্রী জিডিসন প্রধান সুচিয়াং প্রমূখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, ট্যুরিজম কমলগঞ্জ প্রতিনিধি শাব্বীর এলাহী, পিপলস ফোরাম এর সম্পাদক সামছুল ইসলাম. শিক্ষক মঞ্জুরুল আজাদ মান্না প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তাবৃন্দ এবং ট্যুর অপারেটরদের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা মৌলভীবাজার জেলার পর্যটন বিকাশে সম্ভাবনা ও সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি ও সভা উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম গড়ে তোলার আহবান জানান এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। দিবসটির প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সঙ্গে সেতুবন্ধন গড়ে তোলা। এ ছাড়াও, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের অন্যতম লক্ষ্য।

আলোচনা সভা শেষে একটি র‍্যালি বের করা হয়, র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে লাউয়াছড়া মূল প্রবেশ পথে এসে শেষ হয়।