কমলগঞ্জে ভারতীয় বিড়িসহ ২ জন আটক

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় বিড়িসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গত সোমবার (২২ জুলাই) মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালীন সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ১ জনের হাতে থাকা চটের ব্যাগের ভিতরে ৪টি প্যাকেটে মোট ২০০০ (দুই হাজার) এসকে নাসির উদ্দিন ভারতীয় বিড়ি ও অপর জনের হাতের ব্যাগের ভিতরে ২টি প্যাকেটে ১০০০ (এক হাজার) এসকে নাসির উদ্দিন ভারতীয় বিড়িসহ আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- কমলগঞ্জ উপজেলার মৃত লোকমান মিয়া ছেলে জামাল আহম্মেদ (৩৫) ও মৃত নূর উদ্দীনের ছেলে তোফায়েল আহমদ।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।