কমলগঞ্জে মণিপুরী প্রাথমিক শিক্ষক সমিতির মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে কমলগঞ্জ আন্ত: মণিপুরী প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা -২০২৩ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মণিপুরী প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে শুক্রবার ১৫ ডিসেম্বর সকাল ১০ টায় তেতইগাঁও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দুই ঘন্টাব্যাপী এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের ৫ম ও ৪র্থ শ্রেণির মোট ৫৪ জন শিক্ষার্থী  অংশগ্রহণ করে।

অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন স্কুল প্রধান, সামাজিক ও রাজনৈতিক নেতৃবর্গ পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

মণিপুরী প্রাথমিক শিক্ষক সমিতির মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন প্রাথমিক শিক্ষিকা  বিমলা দেবী, হলসুপারের দায়িত্বে ছিলেন শান্ত কুমার সিংহ ও সহকারী হলসুপারের দায়িত্বে ছিলেন হাওবম সুধীর সিংহ।

পরীক্ষা শেষে বিকাল আড়াইটায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।