স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় ক্ষণগণনা উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচি উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে স্থাপন করা হয় ক্ষণগণনা যন্ত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পৌর মেয়র মোঃ জুয়েল আহমদ, ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, সাংবাদিক শাহীন আহমদ, উপজেলা ছাত্রলীগের সম্পাদক সাকের আলী সজীব প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।