
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাজ্য শাখার ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা এম, এ, রহিম (দুধ মিয়া) এর সাথে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকাল ৫টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মুক্তিযোদ্ধা এম, এ, রহিম (দুধ মিয়া)। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিস্ট ব্যবসায়ী মো. আব্দুল মতিন, প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাবেক সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কবি আব্দুল হাই ইদ্রিছী প্রমুখ।
সভায় কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মুক্তিযোদ্ধা এম, এ, রহিম (দুধ মিয়া) কে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মতবিনিময় সভা শেষে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মুক্তিযোদ্ধা এম, এ, রহিম (দুধ মিয়া) কমলগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্ম্মাণ কাজে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে একটি অনুদানের চেক প্রদান করেন। তিনি প্রেসক্লাবের ভবন নির্ম্মাণে যুক্তরাজ্য প্রবাসীদের সাথে আলোচনা করে আরো অনুদান প্রদানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।