ধলাই ডেস্ক: কমলগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই ১ মিনিট নিরবতা পালন করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এসময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় কমলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, সাবেক ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ এস এম এড, আজাদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়কের আজিজুর রহমান প্রমুখ
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের জীবন ও কর্ম এবং দেশের প্রতি আত্মত্যাগের কথা তুলে ধরে সকলকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে জীবন গঠনের আহ্বান জানান।