কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে মংগলবার (১৮ জুন) সাজিদ বখ্ত সড়কের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াছমিন সুমি।
এ দিন বিকেল চারটায় আদমপুর ইউনিয়নের উত্তরভাগ হযরত মকদ্দছ শাহ(রঃ) এর মাজার সংলগ্ন কুরমা- মৌলভীবাজার সড়ক থেকে প্রয়াত সমাজসেবক মোঃ সাজিদ বখ্ত এর বাড়ী পর্যন্ত মৌলভীবাজার জেলা পরিষদের অর্থায়নে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি ইট সলিং করা হয়।
প্রবীণ সমাজসেবক হাজী ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা কাইয়ুম বক্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক আদমপুর ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানূরাগী সাব্বির আহমেদ ভূঁইয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি শাব্বির এলাহী, মোঃ সাজিদ বখ্ত এর পূত্র যুক্তরাজ্য প্রবাসী সাবেক ফুটবলার ইমরান বখ্ত, ইউপি সদস্য বশির বক্স, সাবেক ইউপি সদস্য ছিদ্দেক আলী, ছাত্রলীগ নেতা মনজুর হাসান মুন্না, সমাজকর্মী রদিম বখ্ত প্রমূখ। উল্লেখ্য উত্তরভাগ গ্রামের অধিবাসী অবসরপ্রাপ্ত সরকারি চাকরীজীবি মোঃ সাজিদ বখ্ত ১৯৯৯ইং সালের ২৬ আগষ্ট মৃত্যুবরণ করেন।