ধলাই ডেস্ক: হেফাজতের ডাকা হরতালের সমর্থনে রোববার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ও রহিমপুরে স্থানীয় কওমী মাদ্রাসার ছাত্র ও হেফাজত কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাবুরবাজার হয়ে আতুরের ঘর এলাকায় যায়। এ সময় সড়ক অবরোধ করলে পুলিশ বাঁধা দেয়। এদিকে হরতালের সময় কুলাউড়া-শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কের কটারকোনা এলাকায় হেফাজত কর্মীরা বিক্ষোভ করে যান চলাচলে বাঁধা প্রদান করে। এ সময় পুলিশের উপর হরতালকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করায় কুলাউড়া থানার এসআই মাসুদ ও কনস্টেবল সঞ্জিত আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে ৩৩ রাউন্ড ফাঁকা গুলি করে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, কমলগঞ্জে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থানে ছিল।