কমলগঞ্জ প্রতিনিধি: সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ৩৪টি কেন্দ্রে একযোগে গণ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে যারা এখন কোন টিকা গ্রহন করেননি তাদের প্রথম ডোজ প্রদানের মাধ্যমে এ গণটিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুরুতে অন লাইনে নিবন্ধন করে অনেকেই টিকা গ্রহন করে ইতিমধ্যে তৃতীয় ডোজ গ্রহনও করেছেন। আবার বেশীর ভাগ দ্বিতীয় ডোজ গ্রহন করেন। এর পর বিদ্যালয় শিক্ষার্থী যাদের বয়স ১২ থেকে ১৭ বছর পর্যন্ত তাদের প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থীও দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছেন। এর মাঝে জাতীয় পরিচয়পত্র আছে বা নেই এমন অনেকেই একখনও করোনার প্রথম ডোজ টিকা গ্রহন করেননি। সাম্প্রতিক সরকারি নির্দেশনায় শনিবার একযোগে সারা দেশে ১ কোটি মানুষকে গণ টিকার আওতায় করোনার কোন টিকা গ্রহন করেননি তাদেও টিকা দেওয়া হচ্ছে।
সারাদেশের এ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকাল থেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের নির্ধারিত ৩৪টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। বিভিন্ন টিকাদান কেন্দ্র ঘুরে দেখা যায় ব্যাপক উৎসাহ নিয়ে আগত মানুষজন করোনার টিকা গ্রহন করছেন। কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শণ করতে দেখা গেছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, শনিবার ৩৪টি টিকাদান কেন্দ্রের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কয়েকটি কেন্দ্রে আবার করোনার দ্বিতীয় ডোজ ও তৃতীয় ডোজও প্রদান করা হয়। তিনি আরও বলেন, আগামীতে ৬ বছর বয়স থেকে ১১ বছর বয়সী শিশু ও শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।