কমলগঞ্জে ৫০তম শীতকালীন খেলাধুলা উদ্বোধন

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধ: মৌলভীবাজরের কমলগঞ্জে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কমলগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত ৫০ তম শীতকালীন খেলাধুলা প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠান কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। খেলায় ইভেন্ট ছিল ক্রিকেট, বলিবল ও ব্যাডমিন্টন।

রোববার (২৭ফেব্রুয়ারী) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

এসময় স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন।

এসময় বিশেষ অতিথি হয়ে বক্তব্য প্রদান করেন, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক রনেন্দ্র কুমার দেব।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্কাউট সম্পাদক মোশাহিদ আলী, প্রধান শিক্ষক খুরশেদ আলী ও  উপজেলার ক্রীড়া শিক্ষকবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী প্রমুখ।