স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ও কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রবাসী সুমন আহমেদের সহযোগীতায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) কমলগঞ্জ স্মার্ট ক্যাফেতে রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল উপ কমিটির আহবায়ক আশহাবুজ্জান শাওনের সভাপতিত্বে রিপোর্টার্স ইউনিটির সাধারণ নির্মল এস পলাশ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো:জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক।
এছাড়াও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, প্রবাীণ সাংবাদিক সাজিদুর রহমান সাজু, প্রেসক্লাবের সহ সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু,ধলাইর ডাক টুয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক আনহার আলী, শিক্ষক মো: মোশাহিদ আলী, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম- সম্পাদক আহমেদুজ্জামান আলম, রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফ সিদ্দিকী পারভেজ, সাংবাদিক আব্দুল বাছিত, মোনায়েম খাঁন, সৌমেন সিংহ, আলমগীর হোসেন, সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়, সালাহউদ্দিন শুভ, মুমিনুল ইসলাম প্রমূখ।