
ডেস্ক রিপোর্ট: খাদ্য অধিদফতরের বিশেষ বৈঠক চলছিল। বৈঠকে দফতরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালে হঠাৎ বড় পর্দায় ভেসে ওঠে পর্নো ভিডিও! ঘটনার আকস্মিকতায় উপস্থিত কর্মকর্তারা প্রথমে হতবাক ও পরে বিব্রত হয়েছেন।
সোমবার ভারতের রাজস্থানে খাদ্য ও সরবরাহ অধিফতরের একটি বৈঠক চলাকালীন ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার (এনআইসি) রুমে এই বিব্রতকর ঘটনাটি ঘটেছে। বৈঠকে সভাপতিত্ব করছিলেন বিভাগীয় সচিব মুগ্ধা সিং।
ভিডিও কনফারেন্সে কমপক্ষে ১০ জন উপস্থিত ছিলেন। এ ছাড়া দফতরের কর্মকর্তা, এনআইসির প্রতিনিধি এবং দেশের মোট ৩৩টি রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে পর্যালোচনা চলাকালীন হঠাৎ এই অস্বস্তিকর ঘটনাটি ঘটে।
এই ঘটনায় রীতিমতো বিব্রত মুগ্ধা সিং বলেন, ‘এনআইসির ডিরেক্টরের রিপোর্টের ভিত্তিতে দোষী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’