কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে হত্যায় দায়ে দায়েরকৃত মামলায় ৩ জনকে আটক করা হয়েছে।
কমলগঞ্জ থানা পুলিশের একটি দল গত সোমবার (২২ জুলাই) সন্ধ্যার পর রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলো দেওড়াছড়া চা বাগানের বেমারীটিলার বিশ্ব নারায়ন শিংরাউতিয়ার ছেলে উজ্জ্বল শিংরাউতিয়া (২২), নিমসাই উড়াং এর ছেল বাবুরাম উড়াং (২২) ও রাতিয়া উড়াং এর ছেলে রিপন উড়াং (১৮)। আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই রাত ১০ টার দিকে রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান এলাকায় ছেলে ধরা সন্দেহে স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২১ জুলাই কমলগঞ্জ থানায় ৪০০ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই আব্দুস শহীদ ৩ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।