
ধলাই ডেস্ক: চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় জেসমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগে তার স্বামী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। পুলিশের ধারণা, শনিবার ভোরে এ হত্যাকাণ্ড ঘটে। সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, ভোরে রাজ্জাক নিজেই তার স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে বলে, কে বা কারা তার স্ত্রীকে রাতে ঘুমের মধ্যে হত্যা করেছে। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে পুলিশের জেরার মুখে সে নিজেই স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ রাজ্জাক ও তার এক বোনসহ তিনজনকে থানায় নিয়ে যায়।
জানা গেছে, জেসমিনের আগে একবার বিয়ে হয়েছিল। সে স্বামী মারা যাওয়ার পর রাজ্জাকের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। আগের সংসারে তার এক ছেলেসন্তান আছে। সে সন্তান থাকে নানির কাছে।