
সংগৃহীত
ধলাই ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরমুখো মানুষের যাতায়াত ঠেকাতে শনিবার সন্ধ্যার পর থেকে দেশের সব ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিন রাতে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার সন্ধ্যা থেকেই প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে, বিকেলে মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, বিজিবির তিনটি টিমের মধ্যে একটি টিম মানিকগঞ্জের প্রবেশ মুখ ধল্লায়, দ্বিতীয় টিম বারবারিয়া ও একটি টিম পাটুরিয়া ঘাট এলাকায় থাকবে।