ধলাই ডেস্ক: লক্ষ্মীপুরে স্বামীর সঙ্গে অভিমান করে ৩ বছরের শিশুপুত্র আয়ানকে গলাকেটে খুনের দায়ে মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত সাবিনা ইয়াছমিন শিল্পী সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর গ্রামের মৃত ছেরাজুল হকের মেয়ে। নিহত শিশু লাহারকান্দি ইউপির চাঁদখালী গ্রামের আজিমুর রহমান আজিমের ছেলে আয়ানুর রহমান আয়ান।
এদিকে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মোবাইলে আজিমের সঙ্গে ঝগড়া হয় সাবিনার। একপর্যায়ে সাবিনাকে তালাক দেওয়ার হুমকি দেন আজিম। এতে স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে ওই রাতেই সাবিনা ধারালো বটি দিয়ে তার ঘুমন্ত শিশুপুত্রকে গলা কেটে হত্যা করেন। পরে খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার ও সাবিনাকে আটক করে পুলিশ। পরদিন শিশুটির দাদা মো. হুমায়ূন কবির বাদী হয়ে পুত্রবধূ সাবিনাকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।
তিনি জানান, মামলাটি তদন্ত করেন সদর থানার সেই সময়ের এসআই মো. সোহেল মিয়া। সাবিনা ছেলেকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে ২০২২ সালের ২ অক্টোবর সাবিনাকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন ।

