আন্তর্জাতিক ডেস্ক: চীনে ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি প্রাচীন সমাধির সন্ধান পাওয়া গেছে। সমাধিটি ৬১৮-৯০৭ শতাব্দীর তাং বংশের বলে জানা গেছে।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শানসি প্রদেশের জিজিয়ান জেলার ইয়ানকুন গ্রামে এ সমাধির খোঁজ পাওয়া গেছে। মঙ্গলবার প্রদেশটির প্রত্নতত্ত্ব ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে। খবর- জিনহুয়া নেট
সমাধিটি তাং সাম্রাজ্যের রাজা গাওজংয়ের কন্যা রাজকুমারী তাইপিংয়ের প্রথম স্বামী জিউ শাওর বলে ধারণা করা হচ্ছে।
শানসি প্রদেশের প্রত্নতত্ত্ব ইনস্টিটিউট চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশটির বিভিন্ন সমাধি খননের কাজ করেছে। সেখান থেকে তারা মোট ১২০ টি ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে যার বেশিরভাগেই মৃৎশিল্পের চিত্র আঁকা ছিল।
সমাধিতে একটি বর্গাকার পাথরের ওপর চারপাশে ৭৩ সেন্টিমিটার দৈর্ঘ্যের ৬০০ শব্দের একটি সূত্রলিপিও পাওয়া গেছে যা ভালোভাবে সংরক্ষিত ছিল। সুত্রলিপিটিতে জিউ শাওয়ের বংশ, তার সরকারি পদ, মৃত্যুর কারণ, সমাহিতের সময়কাল, তার সন্তানদের তথ্য এবং অন্যান্য আরো কিছু তথ্য লিপিবদ্ধ করা ছিল।
ইনস্টিটিউটের গবেষক লি মিং বলেছেন, সমাধিটি প্রাচীন শহর চাংআন থেকে ২৩ কিলোমিটার দূরে যা বর্তমানে যিশান নামে পরিচিত। দক্ষিণ দিকে মুখ করে থাকা সমাধিটি লম্বায় ৩৪.৬৮ মিটার ও ১১.১১ মিটার গভীর।
লি আরো বলেছেন, ‘ওল্ড বুক অব তাং’ এবং ‘নিউ বুক অব তাং’ বই দুটিতে তাং রাজবংশের সব ইতিহাস থাকলেও জিউ শাওয়ের জীবনী সম্পর্কে কোনো তথ্য নেই। তাই নতুন এই আবিষ্কারটি একটি গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ করেছে। সূত্রলিপিটি সমাধির গবেষণা ও সেসময়ের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে জানতে সহায়তা করছে।