ধলাই ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে চাঁদপুরে ২৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ১৮৮ কেজি জাটকা ইলিশ, পাঁচটি নৌকা ও ২৮ লাখ ৫৬ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
বুধবার (৮ মার্চ) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চাঁদপুর সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। পৃথক স্থান থেকে ২৯ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে আট জেলেকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ছয় জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা ও ১২ জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছাড়া পায়।