
ডেস্ক রিপোর্ট: অবৈধভাবে সরকারি রেভিনিউ স্ট্যাম্প জালকারী ও ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।
বিশেষ অভিযান পরিচালনা করে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের রোবারি প্রিভেনশন টিম শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানা এলাকা হতে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- রাসেল আহম্মেদ ওরফে শান্ত ও নাঈম ইসলাম।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ টাকা মূল্যমানের এক কোটি দুই লাখ টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, বিভিন্ন মূল্যের স্ট্যাম্প, প্লেট ও অন্যান্য যন্ত্রপাতি এবং হিজবুত তাহরিরের পোস্টার, লিফলেট ও বিভিন্ন বই উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা অবৈধভাবে সরকারি রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাদের নিজস্ব প্রেসেই হিজবুত তাহরির পোস্টার, লিফলেট ও বিভিন্ন বই ছাপা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।