ধলাই ডেস্ক: অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার রাতে বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে করতোয়া এক্সপ্রেস ট্রেন থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলার লালপুর উপজেলার পুরাতন ঈশরদী এয়ারপোর্ট ভাদুর বটতলার মনিরুল সরদারের স্ত্রী রোজিনা বেগম (৩৮) ও একই গ্রামের আজিম সরদারের স্ত্রী শরীফা বেগম (৪৯)।
রেলওয়ে থানা পুলিশ জানায়, গত সোমবার রাতে করতোয়া এক্সপ্রেস ট্রেনে গাঁজার চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় করতোয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ তল্লাশি চালায়। এ সময় যাত্রীবেশে থাকা দুই নারীর কাছে বিশেষ কায়দার রাখা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুই নারী মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে।