ডেস্ক রিপোর্ট: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার বড় মানিকা এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন- মো. ইকবাল (২৬) ও মো. সোহাগ (২০)। নিহতরা ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর এলাকার আব্দুল হকের ছেলে।
সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানা পুলিশের ওসি মো. এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। বাসের চালককে আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।