পাটকল শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩
সংগৃহীত

ধলাই ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে পাটকল শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিুজর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

মামলার বিবরণে জানা যায়, মধুখালীর রাজধরপুর প্রাইড জুট মিলে শ্রমিকের কাজ করতেন ওই নারী। ২০১৯ সালের ১৫ অক্টোবর ওভারটাইম ডিউটি করতে রাত সাড়ে ১১টার দিকে বের হন। পথে নছিমনচালক চুন্নু সিকদার প্রথমে তাকে রাজধরপুর বাবু মিলিটারির কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। তাকে ধর্ষণ করতে দেখে চার আসামি তেবেজ, ইসলাম মীর, আতিয়ার ও নাছিরও পালাক্রমে ধর্ষণ করেন। পরে তারা গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে আসামিরা।

 

এ মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী ও সাইফুল আলম ডিসেম্বর মাসের ৩১ তারিখে পাঁচজন আসামির নাম উল্লেখ করে আদালতে চার্জশিট জমা দেন। আদালত দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ দেখে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন।