
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মনসুর (৪০) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। রোববার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি আরও জানান, এ সময় তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালালে পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে মনসুরের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এ সময় একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।