ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার হরিনচড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার কলেন সরদিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এমারুল হোসেন (৪২) এবং প্রাইভেটকার চালক রুবেল (৪৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, ব্যাংক কর্মকর্তা এমারুল বেলকুচির শ্বশুড়বাড়ি থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-৩৫-৯৩১৮) ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। তারা হরিণচড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং কারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এমারুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।