বইমেলা শুরু ১৮ মার্চ

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: অবশেষে আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে একুশে বইমেলা।  তবে এবারের মেলা কতদিন চলবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আজ প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমতি মিলেছে।

তিনি জানান, আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু হবে৷ তবে কবে মেলা শেষ হবে সে বিষয়ে আমরা প্রকাশকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব।