আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে শিশুদের ব্যবহার্য সামগ্রীর খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান মাদারকেয়ারের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার থেকে ব্রিটেনে মাদারকেয়ারের ৭৯টি স্টোরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্রিটেনজুড়ে প্রায় দুই হাজার পাঁচশকর্মী চাকরি হারালেন।
অপরদিকে ম্যানচেস্টারে মাদারকেয়ারের একটি স্টোরের উপরে হোয়াইটবোর্ডে লেখা ছিল ‘আর.আই.পি মাদারকেয়ার ম্যানচেস্টার আগস্ট ২০১৫-জানুয়ারি ২০২০’।
বেশিরভাগ স্টোরই শেষের দিনে গ্রাহকে পরিপূর্ণ ছিল। সব স্টোর বন্ধ হয়ে যাওয়ার আগে বিপুল পরিমাণে মূল্যছাড় দেওয়া হয়। সে কারণেই প্রয়োজনীয় জিনিস কিনতে লোকজনকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
১৯৬১ সালে মাদারকেয়ারের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটির অভিযোগ, শুরুর দিকে গ্রাহকদের কাছে জনপ্রিয়তা থাকলেও দিন দিন গ্রাহকদের আচরণ বদলে যেতে শুরু করেছে। এছাড়া পুরোনো ক্রেতাদের স্টোরে আসার মাত্রাও আগের চেয়ে অনেকটাই কমে গেছে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
অনেকদিন ধরেই বেশ চাপে ছিল মাদারকেয়ার। বিশেষ করে ইন্টারনেটের প্রভাবে গত কয়েক বছর ধরে তীব্র চাপ সামলাতে হয়েছে প্রতিষ্ঠানের কর্মীদের। শেষ পর্যন্ত নিজেদের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।