বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কমলগঞ্জে ৪৫ মে.টন জিআর এর চাল বিতরণ

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বুধবার দিনব্যাপী ৪৫ মে.টন জিআর এর চাল বিতরণ শুরু হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এসব চাল বিতরণ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ৬২ মে.টন জিআর এর চাল, নগদ ১ লক্ষ টাকা, ২০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়। তবে বুধবার দিনব্যাপী ১০ কেজি করে ৯টি ইউনিয়ন ও পৌরসভায় সাড়ে ৪ হাজার পরিবারের মধ্যে জিআর এর চাল বিতরণ করা হয়। এর মধ্যে রহিমপুর ইউনিয়নে ৮ মে.টন, পতনঊষার ইউনিয়নে ৫ মে.টন. মুন্সীবাজার ইউনিয়নে ৪ মে.টন, শমশেরনগর ইউনিয়নে ৪ মে.টন, কমলগঞ্জ সদর ইউনিয়নে ৪ মে.টন, আলীনগর ইউনিয়নে ৪ মে.টন, আদমপুর ইউনিয়নে ৫ মে.টন, মাধবপুর ইউনিয়নে ৩ মে.টন. ইসলামপুর ইউনিয়নে ৩ মে.টন ও কমলগঞ্জ পৌরসভায় ৫ মে.টন।