ডেস্ক নিউজ: চট্টগ্রামে ক্রেতা সেজে বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। এ সময় বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় তিন মাংস ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে নগরীর হাটহাজারী উপজেলার পৌর এলাকায় এ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, বাজারে বেশি দামে গরুর মাংস বিক্রি হচ্ছে বলে বেশ কয়েকজন অভিযোগও করেছেন। বাজারে গিয়ে তালিকার চেয়ে অধিক মূল্যে গরুর মাংস বিক্রি করার সত্যতা পাই। এ সময় তাদেরকে জরিমানা করে শেষ বারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে।
চট্টগ্রামে রমজানে কেজিপ্রতি গরুর মাংসের দাম নির্ধারিত করা হয়েছে ৫৩০ টাকা। এর আগে গত মঙ্গলবার নগরের অক্সিজেন এলাকায় ৬০০ টাকায় কেজি দরে মাংস বিক্রি করায় তিন বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।