বাজিতপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ২, আহত ৭

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৯
প্রতিকী ছবি

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৭ জন। বুধবার দুপুরে বাজিতপুরে উপজেলার দুর্গম হাওর অধ্যুষিত মাইজচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইজচর শ্যামপুরপাড়া এলাকার রাসত আলীর ছেলে মো. ফুরকান ও একই এলাকার আব্দুল কাদিরের ছেলে মো. শরীফ মিয়া।

বাজিতপুর থানা পুলিশের ওসি খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাইজচর শ্যামপুরপাড়া গ্রামের মহরম গ্রুপ ও মুন্সিবাড়ি গ্রুপের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে অনেকদিন ধরে বিরোধ ছিল। আজ সকালে মহরম গ্রুপের এক ব্যক্তিকে মারপিট করে মুন্সিবাড়ি গ্রুপের ফারুক ও মিজান। খবর পেয়ে মহরম গ্রুপের লোকজন ঘটনাস্থলে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন ৯ জন। তাদের মধ্যে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও বাজিতপুর উপজেলা হাসপাতালে নেয়ার পর মহরম গ্রুপের ফুরকান ও শরীফকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।