
প্রতিকী ছবি
ধলাই ডেস্ক: রাজধানীর শাজাহানপুরে বেনজির বাগান এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আব্দুল হান্নান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসলে দুপুর পৌনে দুইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল হান্নান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোরা গ্রামের ওয়াদুদ মিয়ার সন্তান। পরিবার নিয়ে শাহজাহানপুরে বেনজির বাগান এলাকায় বসবাস করতেন তিনি। তার তিন কন্যা সন্তান রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।