
ধলাই ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে পঞ্চম শ্রেণির এক কিশোরীকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে ইউএনও সাদিকুর রহমান সবুজ ও ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফার কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর মা রোজিনা বেগম।
ভোক্তভোগীর মা রোজিনা বেগম বলেন, ‘আমার মেয়েকে বাসায় একা পেয়ে মাদকাসক্ত সোরাফ জোর করে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করেছেন। এ ঘটনার বিচার পেতে স্থানীয় নেতার কাছে বিচার দিলে তারা সোরাফের বিচার করতে পারবে না বলে জানান। তাদেরকে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হলে বিচার করে দিবে বলে জানিয়েছে। আমি গরিব মানুষ এত টাকা পাবো কই। তাই মেয়ের নির্যাতনের বিচার পেতে ইউএনও ও ওসির কাছে লিখিত অভিযোগ করেছি। আমার মেয়ের সঙ্গে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার শাস্তি দাবি করছি।
ভৈরবের ইউএনও সাদিকুর রহমান সবুজ বলেন, বুধবার দুপুরের দিকে এক স্কুল শিক্ষার্থীর মা তার মেয়েকে নিজ বাসা থেকে তুৃলে নিয়ে নির্যাতন করেছে এমন অভিযোগ নিয়ে আসেন। অভিযোগ শুনে তাৎক্ষণিক ভৈরব থানার ওসি মো.গোলাম মোস্তফাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছি।
ভৈরব থানার ওসি মো.গোলাম মোস্তফা জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।