ধলাই ডেস্ক: মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০টি কাঁচা গাঁজা গাছসহ এক কৃষককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার বিকিলে উপজেলার পূর্ব দাশড়া (রহমতপুর) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল লতিফ ঐ এলাকার বাসিন্দা।
জেলা ডিবি পুলিশের ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কৃষক আব্দুল লতিফ ভুট্টার সঙ্গে গাঁজা চাষ করছিলেন। পরে অভিযান চালিয়ে ২০টি কাঁচা গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদক আইনে মানিকগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।