ধলাই ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় চালকসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।
শনিবার দুপুরে ১২টা ৪৫ মিনিটের দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোদাগাড়ীর কেল্লাবারইপাড়া এলাকার রমজান আলীর স্ত্রী আছিয়া বেগম, রাজশাহী নগরীর মুন্নাফের মোড় এলাকার ফজলুর রহমানের ছেলে আক্কাস আলী, মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে মাহবুবুর রহমান। নিহত অপর তিনজনের মধ্যে দুইজন নারী ও দেড় বছরের এক শিশু রয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধারে প্রক্রিয়া চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, মাইক্রোবাসে মোট আটজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। ১টা ১৫ মিনিটের দিকে আরো তিনজন মারা যান। আহত বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক।