মাছ ধরার ঝুড়ি থেকে মিলল ৪০ হাজার ইয়াবা, দুই জেলে আটক

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১
সংগৃহীত

ধলাই ডেস্ক: কক্সবাজারের টেকনাফে সাবরাং ডেইলপাড়া এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ দুই জেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার সময় তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন টেকনাফের হোয়াইক্যং কাঞ্চন পড়া এলাকার জাকারিয়ার ছেলে নুরুল ইসলাম (৩০), টেকনাফ পৌরসভার খাংকার ডেইল এলাকার শাব্বির আহমেদ এর ছেলে জামাল হোসেন (৩৫)।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদে জানতে পারি ইয়াবার একটি চালান পাচার হতে পারে। তাৎক্ষণিক ওসি (অপারেশন) খোরশেদ আলমের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এসআই সানাউল, এসআই সাজ্জাদ সজীব, এসআই মিল্টন মণ্ডলসহ একদল পুলিশ টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া পাকা রাস্তার উপর দিয়ে দুইজন জেলে মাছ ধরার ঝুড়ি  জালসহ যাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদেরকে আটক করা হয়। তাদের কাছে থাকা দুইটি মাছ রাখার ঝুড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, ইয়াবা ও আটককৃত জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।