মাদক মামলার আসামি কারাগার থেকে পালাল! তদন্তে কমিটি

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, মে ২৬, ২০১৯

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা জেলা কারাগার থেকে বকুল হোসেন (৩৩) নামে এক মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আসামি বকুল হোসেন কারাগার থেকে পালিয়ে যান বলে জানায় পুলিশ। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, শুক্রবার সন্ধ্যায় জেলা কারাগার থেকে মাদক ব্যবস্যায়ী বকুল হোসেন পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্য সচিব গাইবান্ধার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জেবুন নাহার।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপরি বি-সার্কেল ময়নুল হক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম।