
ডেস্ক নিউজজ: মালয়েশিয়ায় খেজুরের বাক্সের চাপায় ২ বাংলাদেশি নিহত হয়েছে। দেশটির পেনাং শহরের পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রিয়াল এলাকা বুকিত মিনাইং, বুকিত মারতাজামের একটি গোডাউনে খেজুর নামানোর সময় কাঠের পেলেট ও খেজুরের বাক্সের চাপায় ঘটনাস্থলে নিহত হন।
৫ মে স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ২ বাংলাদেশির বয়স আনুমানিক চল্লিশ বছর। নিহতদের নাম জানা গেছে কিন্তু পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লাশ ময়না তদন্তের জন্য সেবারাং পেরাই হাসপাতালে রাখা হয়েছে। এতে স্থানীয় কমিউনিটি নেতাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।