ধলাই ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার খোদেজা (৫৫), মর্জিনা বেগম (৬৫), খাদিজা বেগম (৭০), সুফিয়া (৪৫), মুক্তাগাছার রিয়াজুল (৪৫), আব্দুল মালেক (৫৫), তারাকান্দার কোহিনুর বেগম (৬৫), হালুয়াঘাটের আব্দুল মতিন (৭০), নেত্রকোনা সদরের খলিন্দ্র চন্দ্র (৮০), শেরপুরের নালিতাবাড়ি উপজেলার আবুল সালেহ (৭০)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের রোজি আক্তার (৫০), রাবেয়া (৭০), আব্দুল রাজ্জাক (৭০), আসিরন (৬০), ফারুক (৩৬), গোলাম কিবরিয়া (৬০), ঈশ্বরগঞ্জের সাকিনা বেগম (৫৫), নেত্রকোনা সদরের হাজেরা খাতুন (৬৫), মঞ্জুরুল হক (৬৫), আহমেদ (৫৬), শেরপুর সদরের মোজাম্মেল (৬৫), জামালপুর সদরের বিল্লাল উদ্দিন (৬০), টাঙ্গাইল সদরের আব্দুল গফুর (৮৫)।
তিনি আরও বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৯৯ রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়েছেন ২৬ জন।