
প্রতিকী ছবি
ডেস্ক রিপোর্ট: রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে সাহিদা আক্তার নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।
খিলগাও থানার এসআই নিছার উদ্দিন জানান, দক্ষিণ বনশ্রীর ব্লক এ, রোড ১, এ/৬ নম্বর বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সাহিদার মরদেহ উদ্ধার করা হয়। ছয় তলা ওই বাসায় দুই বছর ধরে গৃহকর্মীর কাজ করতো সে। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। বাবার নাম আব্দুর রাজ্জাক।