কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপেজলার আলীনগর চা বাগান এলাকা থেকে ১২ বোতল ভারতীয় হুইস্কিসহ ১জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।
গত সোমবার (২২ জুলাই) বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানে আলীনগর চা বাগানের প্রভাস স্টোরের সামনে থেকে একই বাগানের মৃত সীতারাম বৈদ্যের ছেলে রনি বৈদ্য (২১) কে ১২ বোতল ভারতীয় হুইস্কিসহ আটক করা হয়।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপ পরিচালক (ডিএডি) মো: মিজানুর রহমান জানান, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই সুশেন দাস মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামীকে মঙ্গলবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।