শনিবার জায়ানের রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯

শ্রীলঙ্কায় সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শনিবার (২৭ এপ্রিল) বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিলে অংশ গ্রহণ করার জন্য এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং নাতি জায়ান চৌধুরী নিহত হন। আট বছর বয়সী জায়ান উত্তরা রাজধানীর সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। শ্রীলঙ্কার ওই সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় আহত হন অন্তত পাঁচ শতাধিক মানুষ। সেদিনের সকালে শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও দুটি স্থাপনায় সংঘবদ্ধ বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে অন্তত ৩৮ জন বিদেশি নাগরিক।