
ডেস্ক রিপোর্ট: রাজধানীর রামপুরা এলাকায় সিএনজি চালককে মিষ্টি পানীয় শরবতের সঙ্গে চেতনানাশক ঔষধ খাইয়ে সিএনজি চালিত অটোরিকশা চুরি করে অজ্ঞান পার্টির দুইজন সদস্য। পরে পালানোর সময় পুলিশের চেকপোস্টে তাদের গ্রেফতার করা হয়। সোমবার রাতে রামপুরা-বাড্ডা সড়কে এঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন মো. আকাশ মিয়া (৩৫) ও মো. জামাল শেখ (৩০)। এ সময় তাদের হেফাজত হতে চুরি করা সিএনজিটি উদ্ধার করা হয়।
পুলিশ গাড়িটি তল্লাশি করার সময় দেখতে পায় চালকের আসনের পাশে একজন লোক অচেতন অবস্থায় পরে আছে। পরে জানা যায়, তার নাম মো. জয়নাল (৪৫)। সে সিএনজির প্রকৃত চালক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা সংঘবদ্ধ সিএনজি চোর দলের সক্রিয় সদস্য। তারা সোমবার সন্ধ্যায় সিএনজি চালক জয়নালকে শরবতের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তার সিএনজি চুরি করে নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে। আজ তাদের আদালতে তোলার কথা রয়েছে।