শিশু নিয়ে মসজিদে প্রবেশ নয়, তিন জনকে উকিল নোটিশ

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, মে ১২, ২০১৯

ডেস্ক নিউজ: শিশুদের নিয়ে মসজিদে প্রবেশ নিষিদ্ধ করায় মসজিদের সভাপতি, সম্পাদক ও ইমামকে উকিল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান রেজিস্ট্রি ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন মেহেদী হাসান বলেন, রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি মসজিদে একটি নোটিশ ঝুলিয়ে দেয়। নোটিশে বলা হয়, ‘শিশু/বাচ্চাদের নিয়ে মসজিদে প্রবেশ নিষেধ।’ বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু ও শিশু/বাচ্চাদের মনে নেতিবাচকভাবে আঘাত করেছে।

তিনি বলেন, শনিবার রেজিস্ট্রি ডাকযোগে মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক ও ইমামকে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

এতে উল্লেখ করা হয়, হজরত রাসূলুল্লাহ (সা.) শিশুদের অনেক ভালোবাসতেন। তিনি শিশুদের মসজিদে নিয়ে আসা ও নামাজ শেখানোর জন্য উৎসাহ দিয়েছেন।

এছাড়া বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদেও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখিত নোটিশটি সংবিধানের সুস্পষ্ট লংঘন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে মসজিদ কমিটি কর্তৃক দেয়া বিজ্ঞপ্তিটি প্রতাহার করে শিশু/বাচ্চাদের মসজিদে এসে নামাজ পড়ায় উৎসাহ দিতে বলা হয়েছে। নতুবা দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হয়েছে।