
ডেস্ক রিপোর্ট: সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের এক বিশেষ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন (শুক্রবার)।
সভার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফ্রন্টের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।
বিকল্প ধারার প্রেসিডিয়াম সদস্য, যুক্তফ্রন্টের শরিক দলের সভাপতি/চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক/মহাসচিবদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য যুক্তফ্রন্টের সমন্বয়কারী ও বিকল্পধারা প্রেসিডিয়াম সদস্য গোলাম সারওয়ার মিলন অনুরোধ জানিয়েছেন।
সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করণীয় বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।