ধলাই ডেস্ক: কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মনজুর হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২০ আগস্ট) রাজধানীর মিরপুর মডেল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ভুক্তভোগী মোহাম্মদ হোসেন একজন প্রবাসী এবং মনজুর হোসেনের একই এলাকার বাসিন্দা। সম্পর্কে তারা শ্বশুর-জামাই। ১৯৯৯ সালে প্রবাস থেকে দেশে ফিরে নিজ এলকায় বসবাস শুরু করেন ভুক্তভোগী মোহাম্মদ হোসেন। ২০০০ সালের ১৫ জুন ভুক্তভোগীর নিজ বাড়িতে তারই মেয়ে জামাই মনজুর হোসেনের নেতৃত্বে একটি ডাকাত দল দরজা ভেঙে প্রবেশ করে।
এসময় ভুক্তভোগী মোহাম্মদ হোসেন ডাকাতির মূল পরিকল্পনাকারী ও দলের প্রধান তার মেয়ের জামাইকে চিনে ফেলেন। এতে ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়িভাবে মোহাম্মদ হোসেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে তার বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে খুনসহ ডাকাতির ঘটনা উল্লেখ করে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ২০ জুলাই কক্সবাজারের আদালত অভিযুক্ত মনজুর হোসেনসহ ৮ জন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।