শ্রীমঙ্গলে ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৩ পিস ইয়াবাসহ শেখ আহমদ রেজা ও মো: আছাদ মিয়া নামে দুই জনকে আটক করেছে র‌্যাব-৯। পরে তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর  করা হয়। রবিবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাকিয়াছড়া চা বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল কাকিয়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি  ও ৩৩ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করে।
আটকেরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের শেখ আব্দুল করিমের ছেলে শেখ আহম্মদ রেজা(২৪) এবং আজাদ মিয়ার ছেলে মো: আসাদ মিয়া(১৮)।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক দুলাল বলেন, তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।