শ্রীমঙ্গলে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০
ছবি ধলাইর ডাক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষের ক্ষণ গণনার আনুষ্ঠানিক উদ্ধোধনের মধ্য দিয়ে সারাদেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১০জানুয়ারী) শ্রীমঙ্গল শহরের প্রাণকেন্দ্র চৌমুহনা চত্বরে অস্থায়ী মঞ্চ তৈরি করে উপজেলা প্রশাসন এবং এখানে বসানো হয়েছে ক্ষনগণনার কাউন্ট ডাউন ঘড়ি। অপর একটি ঘড়ি বসানো হয় উপজেলা পরিষদ প্রাঙ্গনে।
অস্হায়ী মঞ্চে টিভি পর্দায় বিপুল সংখ্যক মানুষ জাতীয় প্যারেড স্কয়ার থেকে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্ধোধনী অনু্ষ্ঠান উপভোগ করেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্ধোধন উপলক্ষে শ্রীমঙ্গলের চৌমুহনায় স্থাপিত  অস্থায়ী মঞ্চে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।
এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের সংসদ সদস্য ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান,সহকারী কমিশনার(ভূমি) মো.  মাহমুদুর রহমান,  শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ  নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার  মানুষ উপস্হিত ছিলেন।