শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং অপর আরোহী গুরুতর আহত ।

সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত দুই আরোহী উপজেলার বটেরতল এলাকার, বিষ্ণ সরকার (২২) ও উত্তরসুর এলাকার জাবেদ মিয়া (২৩)। পুলিশ সুত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে মটর সাইকেলে ৩ জন যাওয়ার সময় মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হলে সাইকেল আরোহীরা গুরতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। একজন আরোহী গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।